উপন্যাসের শিল্পরূপ
- Nalok Publication
- Feb 4, 2024
- 1 min read

মিলন কুণ্ডেরা
অনুবাদ : সঞ্জীবন সরকার
প্রকাশক : সন্দেশ
মূল্য : ১৫০/-
দৈর্ঘ্য : ২২ সিএম
প্রস্থ : ১৪ সিএম
স্পাইন : ১.৮ সিএম
প্রকাশকের কথা
প্রত্যেক ঔপন্যাসিকের কাজে উপন্যাসের ইতিহাসের এক গূঢ় দৰ্শন, উপন্যাস সম্বন্ধে একটি স্পষ্ট ধারণা প্রতীয়মান। আমি এখানে আমার নিজের লেখায় গড়ে ওঠা উপন্যাসের সহজাত ধারণার কথাই প্রকাশ করতে চেয়েছি ।
—মিলান কুণ্ডেরা
কুণ্ডেরা চমৎকারভাবে রাবলে, সারভেন্তেস, স্টার্ন, দিদেরো, ফ্লবেয়ার, টলস্টয় ও মিউসিলের মতো গুরুত্বপূর্ণ ও বিচিত্র লেখকদের কাজগুলি সমীক্ষা করেন। তিনি বিশেষত হারমান ব্রথ প্রসঙ্গে অন্তর্ভেদী। কাফকার বিশ্বকে অনুসন্ধান করে তিনি সুস্পষ্টভাবে কাফকার বিচিত্র আমলাতান্ত্রিক দুনিয়ার কৌতুককর সন্ত্রাসকে প্রকাশ করেন ।
নিজের কাজ সম্পর্কে কুণ্ডেরার আলোচনায় গল্পে ঐতিহাসিক ঘটনার ভূমিকা, ক্রিয়ার অর্থ, আর উত্তরমনস্তাত্ত্বিক উপন্যাসে চরিত্রের সৃজন ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত।
কুণ্ডেরা গল্প ও দর্শন, জ্ঞান ও সত্য ইত্যাদি বিষয়ে আমাদের ভাবনাচিন্তা উসকে দেন । প্রবন্ধের শিল্পরূপকে তিনি চমৎকারভাবে উপস্থাপন করেন । —দ্য নিউ রিপাবলিক সুখপাঠ্য, নৈর্ব্যক্তিক ও বিস্ময়কর... বইটি লেখকের পরিচিত মসৃণতা, আক্রমণের বৈচিত্র্য ও স্বচ্ছন্দ প্ররোচনাদাত্রী পরিহাসের পরিচায়ক।
—দ্য নিউ ইয়র্কার
সঞ্জীবনী, গোঁড়ামিমুক্ত, মূল্যবান। সাহিত্যের গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলির অন্যতম, দ্যুতিময় উদ্ভাসন ।
— কিরকাস রিভিউস
Comments