আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী
- Nalok Publication
- Feb 1, 2024
- 2 min read
লেখক : পার্থ বন্দ্যোপাধ্যায়
প্রকাশক : ভিরাসত আর্ট পাবলিকেশন
প্রচ্ছদ : পার্থপ্রতিম রায়

দৈর্ঘ্য : ২২০ মিমি
প্রস্থ : ১৪২ মিমি
স্পাইন : ১৫ মিমি
পৃষ্ঠা : ১৭৮
প্রকাশকের কথা
আমেরিকা নিয়ে বাঙালি বা অনান্য ভারতীয়দের মধ্যে ভীতি ও সম্ভ্রম যুগপথ দুটোই রয়েছে। আমেরিকা যে ‘স্বপ্নপুরী’ তা গড়পড়তা বাঙালি তরুণ-তরুণীদের জিজ্ঞেস করে ইতিবাচক উত্তরেই প্রত্যক্ষ হয়। তবে বিচক্ষণ চিন্তাশীল এদেশীয় নাগরিকেরা আমেরিকাকে দেখেন নানাভাবে। এই দেশ সম্পর্কে তাঁদের মনোভাব নেতির দিকেই ঝুঁকে আছে। আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে আশ্বস্ত হওয়ার কিছু কারণ যেমন আছে তেমনি এর চিরকালীন জাতি বৈরিতা, অর্থনৈতিক শ্রেণি বিভাজন, গোপন বর্ণবাদ ইত্যাদির কুফলও কী ব্যাপক তা সাজানো আমন্ত্রিত সফরের ‘দর্শন’ দিয়ে উপলব্ধি করা যাবে না। শুনেছিলাম, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের পরে রাষ্ট্রনায়কেরা ঠিক করেছিলেন দেশটি কৃষিভিত্তিক অর্থনীতি অবলম্বন করে একটি আধ্যাত্মবাদী রাষ্ট্র হয়ে থাকুক। কিন্তু ক্রমশ সোনা-সহ অন্যান্য খনিজ-বনজ সম্পদের লোভে পুঁজিবাদ সেখানে জাঁকিয়ে বসে। শুরু হয় ভাগ্যান্বেষীদের আনাগোনা। সহজে সম্পদ আহরণ করার প্রতিযোগিতায় আদি বাসিন্দারা বিলুপ্ত প্রায় হয়ে যান। একটা সময় এসে সাম্রাজ্য বিস্তার করতে নানা পরোক্ষ উপায়ের চাষ হয় এই আমেরিকায়। আজকের আধিপত্যবাদী আমেরিকা তার-ই চূড়ান্ত রূপ। লেখক আমেরিকার অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক অবস্থানটি নিজের চল্লিশ বছরের অভিজ্ঞতায় সহজভাবে এঁকেছেন। এই বইটি আসলে মোহাবিষ্ট বাঙালিকে মোহমুক্ত করার আহ্বান।
এই বইটি আমাদের তালিকায় এক উল্লেখযোগ্য সংযোজন। লেখক-সহ সংশ্লিষ্ট সকলকেই আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই।
— গণেশপ্রতাপ সিং
লেখক পরিচিতি
ড. পার্থ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমেরিকা প্রবাসী। সেখানকার শ্রমিক, অভিবাসী, পরিবেশ ও যুদ্ধবিরোধী আন্দোলনের তিনি পরিচিত মুখ। আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি করার পর বিজ্ঞান ছেড়ে সাংবাদিকতা ও হিউম্যানিটিজ় বিষয়ে পড়াশোনা করেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। আমেরিকার একটি লেবার ইউনিয়নে দীর্ঘ সময় লেবার এডুকেটর হিসেবে কর্মরত থাকার পর বর্তমানে তিনি স্বেচ্ছাবসর গ্রহণ করে পুরোপুরি লেখক, জনশিক্ষক এবং মানবাধিকারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন। বাংলা ও ইংরিজি ভাষায় তাঁর অনেকগুলি গদ্য, কবিতা ও প্রবন্ধের বই প্রকাশিত হয়েছে। জগদ্বিখ্যাত পণ্ডিত নোয়ম চমস্কির স্নেহধন্য তিনি। সাংস্কৃতিক সংকট ও বিশ্বায়িত অর্থনৈতিক আগ্রাসন সম্পর্কে তাঁর বিশ্লেষণ এবং এ-বিষয়ে চমস্কির সাথে তাঁর সাক্ষাৎকার ইউটিউব ও ফেসবুকে পাওয়া যায়।
Commentaires